দিনাজপুর স্কুল এর শিক্ষার্থীদেও বই বিতরণ

এফএনএস (মোঃ আতিউর রহমান; বিরল, দিনাজপুর) : | প্রকাশ: ৫ জানুয়ারী, ২০২৬, ০৭:২০ পিএম
দিনাজপুর স্কুল এর শিক্ষার্থীদেও বই বিতরণ

‎দিনাজপুর আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এর সকল শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে। সোমবার সকালে দিনাজপুর শহরের ষষ্ঠীতলায় বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন দিনাজপুর আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এর প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ মাহমুদ হোসেন। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছাঃ ইরফাত তাশরিক এর সভাপতিত্বে এবং সহকারি শিক্ষক মকছেদুল ইসলাম এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ মোঃ আকবর আলী রিপন। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা মোছাঃ শারমিন আফরোজ এবং অভিভাবকবৃন্দ। প্রতিষ্ঠাতা পরিচালক মাহমুদ হোসেন বলেন, সন্তান আপনার, প্রচেষ্টা আমাদের। বছরের শুরুতেই আপনারা এই সুন্দর ক্যাম্পাস দেখে আপনাদের সন্তানদেরকে এই শিক্ষা প্রতিষ্ঠানে দিয়েছেন, আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে যেমন চেষ্টা করেছি এই ক্যাম্পাসটাকে সুন্দরভাবে সাজানোর ঠিক তেমনিভাবে আমরা আপনাদের সন্তানদেরকে সু-শিক্ষায় শিক্ষিত করে ভালো মানুষ হিসেবে গড়ে তোলার অঙ্গীকারবদ্ধ। বছর শেষে যেন আপনারা বলতে পারেন এই শিক্ষা প্রতিষ্ঠানই আপনার সন্তানের সু-শিক্ষার একমাত্র স্থান। এসময় অভিভাবকরা বলেন, দিনাজপুর আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এর সুন্দর পরিবেশ আমাদের মনোমুগ্ধ করেছে। এরকম একটি সুন্দর ও মনোরম পরিবেশের শিক্ষা প্রতিষ্ঠান আমরা প্রত্যাশা করছিলাম। সেই প্রত্যাশা আমাদের পূরণ করেছে দিনাজপুর আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল। আমরা আশা করি শিক্ষকরা আমাদের ছেলে মেয়েদেরকে সু-শিক্ষায় শিক্ষিত করে উজ্জ্বল ভবিষ্যতের পথ দেখাবেন।

আপনার জেলার সংবাদ পড়তে