দরগাহপুরে বাঁধ ছিদ্র করে পাইপ দিয়ে লোনা পানি উত্তোলন, হুমকীতে চাষীরা

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : | প্রকাশ: ৫ জানুয়ারী, ২০২৬, ০৭:৪১ পিএম
দরগাহপুরে বাঁধ ছিদ্র করে পাইপ দিয়ে লোনা পানি উত্তোলন, হুমকীতে চাষীরা

আশাশুনি উপজেলার দরগাহপুরে ওয়াপদার প্রটেকশন বাঁধ ছিদ্র করে পাইপ বসিয়ে লোনা পানি উঠানোর অভিযোগ পাওয়া গেছে। এলাকার কৃষকরা প্রতিকার প্রার্থনা করে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন। দরগাহপুর গ্রামের ৬ ও ৯ নং ওয়ার্ডের রবিন্দ্র নাথ পাল, প্রদীপ সরকার, নেছার আলীসহ ২৪ জন বাদী হয়ে স্বাক্ষরিত এবং উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগে ও বাদীরা জানান, সুবিদখালী দক্ষিণ সীমানার চর এলাকার প্রায় ৩০০ বিঘা জমিতে কৃষকরা দো-ফসলী ধান চাষ করে থাকে। এখান থেকে উৎপাদিত ফসলে তাদের বাৎসরিক খাদ্য যোগানের পাশাপাশি অনেকে উৎপাদিত অতিরিক্ত ফসল বিক্রয় করে সংসার নির্বাহ করে থাকেন। চাষীরা বোরের মিষ্টি পানি উঠিয়ে ধান চাষ করে আসছেন। কিন্তু স্থানীয় মৃত আঃ জব্বার গাজীর ছেলে জি এম সাজেদুল ইসলাম ও জি এম শরিফুল আলম নদীর চরের বাঁধ ছিদ্র করে ভিতরে লোনা পানি উঠাচ্ছেন। এভাবে লোনা পানি উঠাতে থাকলে মিষ্টি পানির ধান ক্ষেত লবণাক্ত হয়ে ফসল নষ্ট হয়ে যাবে। পরিবেশ ক্ষতিগ্রস্থ হবে। চাষীরা সর্বশান্ত হয়ে যেতে পারে। এব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহন এবং মিষ্টি পানির দো-ফসলি জমি লবণ পানির প্রভাবে ক্ষতিগ্রস্তের হাত থেকে রক্ষা করতে জোর দাবী জানান হয়েছে।