এলপিজি গ্যাসের বাজার মনিটরিংয়ে ভ্রাম্যমান আদালতের অভিযান

এফএনএস (গোলাম মোস্তফা সরকার; ত্রিশাল, ময়মনসিংহ) : | প্রকাশ: ৫ জানুয়ারী, ২০২৬, ০৭:৫০ পিএম
এলপিজি গ্যাসের বাজার মনিটরিংয়ে ভ্রাম্যমান আদালতের অভিযান

এলপিজি গ্যাসের বাজার মনিটরিংয়ে ময়মনসিংহের ত্রিশালে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত। এসময় ৫টি মামলায় ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান। তিনি জানান, সোমবার (৫ জানুয়ারী) ত্রিশালে এলপিজি গ্যাসের বাজার মনিটরিংয়ে অভিযান পরিচালনা করা হয়। এসময় ব্যাবসায়ীরা দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করা, ক্রয় বিক্রয়ের পাকা রশিদ সংরক্ষণ না করা এবং লাইসেন্স নবায়ন না করায় তাদেরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় ৫ টি মামালায় ৯ হাজার টাকা অর্থদন্ড আরোপ ও আদায় করা হয়। এসময় স্থানীয় লোকজনকে এলপিজির দাম সম্পর্কে অবহিত করা হয় এবং কেউ বেশি দাম চাইলে কিভাবে অভিযোগ দায়ের করবেন সে বিষয়ে অবহিত করা হয়। অভিযানে ত্রিশাল থানা পুলিশের একটি টিম সার্বিক কার্যক্রমে আইনানুগ সহযোগিতা করেন। জনস্বার্থে উপজেলা প্রশাসন ত্রিশালের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান।

আপনার জেলার সংবাদ পড়তে