শ্রীমঙ্গলে মাদক ব্যবসায়ী আটক

এফএনএস (আতাউর রহমান কাজল; শ্রীমঙ্গল, মৌলভী বাজার) : | প্রকাশ: ৫ জানুয়ারী, ২০২৬, ০৭:৫৮ পিএম
শ্রীমঙ্গলে  মাদক ব্যবসায়ী আটক

শ্রীমঙ্গলে থানা পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। রবিবার (০৪ জানুয়ারি ২০২৬) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে শ্রীমঙ্গল থানার বাবুরবাজার এলাকায় স্থাপিত একটি চেকপোস্টে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি হলো- সুজন দাস (৩৫)। তিনি মৃত শৈলেন চন্দ্র দাসের ছেলে। তার বাড়ি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন ভুনবীর এলাকার ভীমসি গ্রামে। পুলিশ জানায়, চেকপোস্টে তল্লাশির সময় সুজন দাসের হেফাজত থেকে ৫০  বোতল মদ উদ্ধার করা হয়, যার পরিমাণ আনুমানিক ৫০ লিটার। উদ্ধারকৃত মদের বাজারমূল্য প্রায় ২৫ হাজার টাকা বলে পুলিশ সূত্রে জানা গেছে। শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাবুরবাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় মাদক বহনের অভিযোগে সুজন দাসকে আটক করা হয় এবং তার কাছ থেকে অবৈধ মদ উদ্ধার করা হয়। ওসি আরও বলেন, 'মাদকের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযান চলমান রয়েছে। মাদক ব্যবসায়ী ও মাদক বহনকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। সমাজ থেকে মাদক নির্মূলে পুলিশ সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে।' এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে সোমবার (০৫ জানুয়ারি ২০২৬) আসামিকে যথাযথ আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।