সাতক্ষীরায় বাল্যবিবাহ ও শিশু সুরক্ষায় অবদান রাখায় ১০ জনকে সম্মাননা

এফএনএস (এস.এম. শহিদুল ইসলাম; সাতক্ষীরা) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৬, ০৭:৫৮ পিএম | প্রকাশ: ৫ জানুয়ারী, ২০২৬, ০৭:৫৮ পিএম
সাতক্ষীরায় বাল্যবিবাহ ও শিশু সুরক্ষায় অবদান রাখায় ১০ জনকে সম্মাননা

সাতক্ষীরায় বাল্যবিবাহ, যৌন হয়রানি ও শোষণ প্রতিরোধ এবং শিশু সুরক্ষায় অবদান রাখায় জেলা পর্যায়ে ১০ জনকে সম্মাননা প্রদান করা হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) বিকেলে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সভাকক্ষে এ সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির কারিগরি সহায়তায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা তথ্য কর্মকর্তা মো. জাহারুল ইসলাম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. রিয়াজুল ইসলাম, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আনম নাজমুন উলা, মহিলা বিষয়ক প্রোগ্রাম কর্মকর্তা ফাতেমা জোহরা এবং ওয়ান স্টপ ক্রাইসিস সেলের প্রোগ্রাম কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিক। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, ওয়ান স্টপ ক্রাইসিস সেল (ওসিসি) ও বেসরকারি সংস্থা ব্রেকিং দ্য সাইলেন্সের সমন্বয়ে আয়োজিত এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্রেকিং দ্য সাইলেন্স সাতক্ষীরা অফিসের ইনচার্জ মো. শরিফুল ইসলাম। সম্মাননা প্রাপ্তরা হলেন-জেলা লিগ্যাল এইড প্যানেল আইনজীবী মো. খায়রুল বদিউজ্জামান, তালা উপজেলার ধানদিয়া ইউনিয়নের মুসলিম বিবাহ ও তালাক নিবন্ধক প্রভাষক মনজুর কাদীর, সমাজসেবা অধিদপ্তরের শিশু সুরক্ষা সমাজকর্মী বাসিয়ার রহমান, মহিলা বিষয়ক অধিদপ্তরের তালা কিশোরী ক্লাবের জেন্ডার প্রমোটার সরদার নাজমুল হোসেন, ব্রেকিং দ্য সাইলেন্সের প্রজেক্ট অফিসার আব্দুল মান্নান, আইন ও সালিশ কেন্দ্রের প্রজেক্ট অফিসার আহসান উল্লাহ, জান্নাতুল ফেরদৌস মহিলা হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মো. হাফিজুর রহমান, বাংলা ট্রিবিউটের সাতক্ষীরা প্রতিনিধি আসাদুজ্জামান সরদার, যুব প্রতিনিধি হিসেবে সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের উচ্চমাধ্যমিক শিক্ষার্থী করিমন নেছা শান্তা এবং শিশু প্রতিনিধি হিসেবে ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স সাতক্ষীরার যুগ্ম সাধারণ সম্পাদক জিএম তানজীম রিয়াদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলা