রাউজানে মোটরসাইকেলে এসে যুবদলের সাবেক নেতাকে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ৬ জানুয়ারী, ২০২৬, ১২:৫২ এএম
রাউজানে মোটরসাইকেলে এসে যুবদলের সাবেক নেতাকে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজান উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে যুবদলের সাবেক নেতা জানে আলম সিকদার নিহত হয়েছেন। সোমবার (৫ জানুয়ারি) রাত আনুমানিক সাড়ে আটটা থেকে ৯টার মধ্যে পূর্ব গুজরা ইউনিয়নের নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে। মোটরসাইকেলে করে আসা তিন যুবক খুব কাছ থেকে গুলি চালালে ঘটনাস্থলেই অথবা অল্প সময়ের মধ্যেই তার মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্র জানায়, রাতের খাবারের আগে জানে আলম সিকদার বাড়ির গেটের সামনে বা উঠানে অবস্থান করছিলেন। ঠিক সেই সময় একটি মোটরসাইকেলে তিনজন এসে থামে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, পেছনে বসা একজন খুব কাছ থেকে তার বুকে পরপর গুলি করেন। গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। হামলাকারীরা মুহূর্তেই মোটরসাইকেলে করে পালিয়ে যায়।

নিহত জানে আলম সিকদার রাউজান উপজেলা যুবদলের সাবেক নেতা ছিলেন। একাধিক সূত্রে তার বয়স ৩৪ থেকে ৪৮ বছরের মধ্যে উল্লেখ করা হয়েছে। তিনি পূর্ব গুজরা ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এবং উপজেলা যুবদলের সদস্য হিসেবেও পরিচিত ছিলেন। স্থানীয় রাজনীতিতে তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত ছিলেন বলে এলাকাবাসী জানান। সাম্প্রতিক সময়ে তিনি দলীয় কর্মকাণ্ডে খুব একটা সক্রিয় ছিলেন না বলেও জানিয়েছেন দলটির কয়েকজন নেতা।

পরিবারের সদস্যদের দাবি, জানে আলমের সঙ্গে কারও ব্যক্তিগত শত্রুতা ছিল না। হঠাৎ এমন হামলার কারণ তারা বুঝতে পারছেন না। স্থানীয়দের মধ্যেও এই হত্যাকাণ্ড নিয়ে আতঙ্ক ও নানা প্রশ্ন দেখা দিয়েছে।

পূর্ব গুজরা পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক দিপ্তেষ দাশ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করেছে। তিনি বলেন, “মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। হত্যার কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।”

এদিকে, স্থানীয় রাজনৈতিক নেতারা বলছেন, প্রকাশ্যে এভাবে গুলি করে হত্যা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। দ্রুত দোষীদের গ্রেপ্তার ও ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন তারা।

আপনার জেলার সংবাদ পড়তে