গাজীপুর -৪, কাপাসিয়া আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী সালাহ উদ্দিনের হলফনামায় অসঙ্গতির অভিযোগ

এফ এম কামাল হোসেন; কাপাসিয়া, গাজীপুর
| আপডেট: ৬ জানুয়ারী, ২০২৬, ১২:৫৪ এএম | প্রকাশ: ৬ জানুয়ারী, ২০২৬, ১২:৫৪ এএম
গাজীপুর -৪, কাপাসিয়া আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী সালাহ উদ্দিনের হলফনামায় অসঙ্গতির অভিযোগ
গাজীপুর -৪, কাপাসিয়া আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাড়িপাল্লা প্রতীকের পদপ্রার্থী, কেন্দ্রীয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি সালাহ উদ্দিন। তার দাখিলকৃত হলফনামায় আয়কর রিটার্ন, আয়ের তথ্য, ঋণ ও দানকৃত অর্থের যোগানদাতাদের তথ্যে অসঙ্গতির অভিযোগ আনা হয়েছে। কাপাসিয়া উপজেলার কামারগাঁও গ্রামের মামুনুর রশিদ ও আড়াল গ্রামের অ্যাডভোকেট মীর সেলিম নামে দুই ব্যক্তি গত ৩ জানুয়ারি রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের নিকট উল্লেখিত অভিযোগ এনে লিখিত আবেদন করেন। অভিযোগে বলা হয়, ১৯৭, গাজীপুর-৪ কাপাসিয়া সংসদীয় আসনে নির্বাচনে প্রার্থী সালাহ উদ্দিন কর্তৃক দাখিলকৃত হলফনামায় এবং আয়কর রিটার্নে প্রদর্শিত আয়ে গড়মিল পরিলক্ষিত হয়েছে। প্রার্থীর হলফনামায় প্রদর্শিত ব্যবসা হতে আয় ৩ লাখ ২০ হাজার টাকা, পেশাগত আয় ১ লাখ ৮০ হাজার টাকা। সর্বমোট প্রদর্শিত আয় ৫ লাখ টাকা। কিন্তু ২০২৫-২৬ কর বছরে আয়কর রিটার্নে প্রদর্শিত আয় ৮ লাখ ৮০ হাজার টাকা । প্রার্থীর দাখিলকৃত হলফনামায় ও আয়কর রিটার্নে প্রদর্শিত আয়ে ৩ লাখ ৮০ হাজার টাকা গড়মিল পরিলক্ষিত হয়েছে। এছাড়া অন্য অভিযোগে বলা হয়েছে, শাহজাহান নামে এক ব্যক্তির নিকট থেকে প্রার্থী ২ লাখ টাকা ঋণ নিয়েছেন। কিন্তু উল্লেখিত ব্যক্তির নিকট থেকে কোনো হলফনামা নিয়েছেন কি না এবং আয়কর প্রদর্শন করেন কি না, প্রার্থী এমন কোনো তথ্য হলফনামায় প্রদর্শন করেন নি। প্রার্থীর শশুর ডাঃ আলী আকবরের নিকট থেকে ঋণ বা কর্জ, তা হলফনামায় উল্লেখ করা হয়নি। উক্ত ব্যক্তির আয়কর রিটার্নে ঋণ প্রদানের বিষয়টি উল্লেখ করা হয়নি। আত্নীয় স্বজনের নিকট থেকে স্বেচ্ছায় প্রণোদিত প্রদত্ত দান ১০ লাখ টাকা। মহিউদ্দিন, শফি উদ্দিন, শিহাব উদ্দিন, ইমাম উদ্দিনের নিকট থেকে ঋণ সম্পর্কিত হলফনামা দাখিল করেন নি। উপরোক্ত ব্যক্তিগনের নিকট থেকে হলফনামা গ্রহণ না করে ঋণ বা দান সংক্রান্ত বিষয়ে প্রার্থী প্রতারণার আশ্রয় গ্রহণ করেছে বলে অভিযোগ করেছে।
আপনার জেলার সংবাদ পড়তে