বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাতের কামনায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ গফরগাঁও উপজেলা শাখা উদ্যোগে আলোচনা ও দোয়ার আয়োজন করা হয়েছে। আজ সোমবার (৫ জানুয়ারী) বিকাল সাড়ে চারটায় গফরগাঁও প্রেসক্লাবে আলোচনা ও দোয়ার আয়োজন করা। গফরগাঁও জমিয়তের সাধারণ সম্পাদক মুফতি মঈন উদ্দিন হাবিবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা শাখার জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ-১০ (গফরগাঁও) জমিয়তের মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল বাকী। তিনি বলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ছিলেন দেশের রাজনীতির এক গুরুত্বপূর্ণ অধ্যায়। আদর্শ ও অবস্থানের প্রশ্নে দৃঢ়তা তাঁকে সমসাময়িক রাজনীতিতে একটি স্বতন্ত্র ও প্রভাবশালী অবস্থানে নিয়ে গিয়েছিল। রাষ্ট্র ও রাজনীতির নানা গুরুত্বপূর্ণ সময়ে তাঁর ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। খালেদা জিয়া ছিলেন সহনশীলতার প্রতীক। তিনি দেশেরগণতান্ত্রিক অগ্রযাত্রাকে সমুন্নত রাখতে দীর্ঘ ত্যাগ শিকার করেছেন। শুধু তাই নয় শেষ জীবনে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের বর্বর নির্যাতন সহ্য করেও তিনি দেশের সেবা করে গেছেন বলেও উল্লেখ করেন। তনি বলেন, শেখ হাসিনা সরকার যেভাবে বিএনপি’র চেয়ারপার্সনকে একটি পরিত্যাক্ত কারাগারে বন্দি রেখেছিল তা বিশ্বের ইতিহাসে এক বর্বর ঘটনা হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। যদিও তারপরও শেখ হাসিনার পতনের পর তাঁর দলীয় নেতাকর্মীদের সহিংসতা পরিহার করে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছিলেন খালেদা খালেদা জিয়া। এ সময় তিনি জোর দিয়ে বলেন বর্তমান ক্রান্তিকালে নিরপেক্ষ নির্বাচন এবং ইসলামপ্রিয় জনতার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে জোটের প্রার্থীদের বিজয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য জমিয়তের প্রতিটি ইউনিট, ওয়ার্ড ও থানা পর্যায়ের দায়িত্বশীলদের নিজ নিজ এলাকায় সম্মিলিতভাবে সক্রিয় ভূমিকা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, এ নির্বাচন শুধু আসন নয়, বরং দেশ ও জাতির ভবিষ্যৎ নির্ধারণের লড়াই। তাই বিভ্রান্তি ও গুজব এড়িয়ে নেতৃত্বের প্রতি আস্থাশীল থেকে মাঠে দলীয় নেতাকর্মীদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান । এছাড়াও আরো বক্তব্য রাখেন মুফতি এনামুল হাসান, মাওলানা নাইমুল হাসান মাসরুর, মাওলানা দিদার আহমেদ, মাওলানা আব্দুল কাদের জিলানী, মাওলানা নজরুল ইসলাম ফারুকী, সাধারণ সম্পাদক গফরগাঁও উপজেলা শাখা যুব জমিয়ত বাংলাদেশ হাফেজ আতিকুর রহমান সাধারণ সম্পাদক গফরগাঁও উপজেলা শাখা ছাত্র জমিয়ত বাংলাদেশ, মাওলানা শামীম আহমেদ প্রমূখ। দোয়া পরিচালনা করেন উপদেষ্টা মাওলানা আজিজুর রহমান দাঃবাঃ।