বরিশালে প্রার্থীদের হলফনামায় স্বর্ণের ভরি দুই থেকে ১৪ হাজার টাকা

এফএনএস (বরিশাল প্রতিবেদক) :
| আপডেট: ৬ জানুয়ারী, ২০২৬, ১০:০২ এএম | প্রকাশ: ৬ জানুয়ারী, ২০২৬, ১০:০২ এএম
বরিশালে প্রার্থীদের হলফনামায় স্বর্ণের ভরি দুই থেকে ১৪ হাজার টাকা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের ছয়টি সংসদীয় আসনের প্রার্থীদের জমা দেওয়া হলফনামায় স্বর্ণের দাম দেখানো হয়েছে দুই থেকে ১৪ হাজার টাকা। এসব হলফনামাগুলো আবার নোটারী করে জমা দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয় সুশীল সমাজের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। হলফনামা পর্যালোচনা করে দেখা গেছে-বরিশালের ছয়টি আসনের প্রার্থীরা হলফনামায় তাদের কাছে থাকা মোট ৮৩২ ভরি স্বর্ণের হিসেব দাখিল করেছেন। এসব প্রার্থীদের মধ্যে ১৮ জনের কাছে কোন স্বর্ণ নেই এবং ১৬ জন স্বর্ণের দাম উল্লেখ করেননি। বাকিরা স্বর্ণের যে দাম উল্লেখ করেছেন তাতে মাথায় ভাজ পড়ার উপক্রম হয়েছে। বরিশাল নগরীর একাধিক স্বর্ণকাররা জানিয়েছেন-বর্তমানে দুই লাখ ২২ হাজার টাকা স্বর্ণের ভরি। বাজারে স্বর্ণের এ দামের মধ্যে বরিশাল-২ আসনে জাসদের প্রার্থী আবুল কালাম আজাদ তার কাছে থাকা ১৬ ভরি সোনার দাম হলফনামায় উল্লেখ করেছেন ৩৬ হাজার টাকা। তিনি প্রতি ভরি সোনার দাম ২২৫০ টাকা দেখিয়েছেন। বরিশাল-৪ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী এছহাক মোহাম্মদ আবুল খায়ের তার নিজের ৩০ ভরি স্বর্ণের দাম দেখিয়েছেন তিন লাখ টাকা। বরিশাল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী তহিদুল ইসলাম তার নিজের ১০ ভরি স্বর্ণের দাম উল্লেখ করেছেন এক লাখ ২০ হাজার টাকা। তবে বরিশাল-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মজিবর রহমান সরোয়ার তার ৫০ ভরি সোনার দাম উল্লেখ করেননি।এছাড়াও স্বর্ণ নেই দেখিয়েছেন অনেকে প্রার্থী। সর্বোচ্চ দুইশ' ভরি স্বর্ণ দেখিয়েছেন বরিশাল-৩ আসনের জাতীয় পার্টির প্রার্থী গোলাম কিবরিয়া টিপু। দ্বিতীয় সর্বোচ্চ ১৮৭ ভরি স্বর্ণ রয়েছে বরিশাল ৫ ও ৬ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমের। কিন্তু তারা কেহই স্বর্ণের দাম উল্লেখ করেননি। ময়না আক্তার নামের এক নারী ভোটার বলেন-হলফনামায় ২২৫০ টাকা সোনার ভরির দাম দেখানোর কথাশুনে অবাক হয়েছি। একজন প্রার্থী কিভাবে এমন মিথ্যা তথ্য দিতে পারে বুঝি না। তিনি আরও বলেন-প্রার্থী যদি স্ব-ইচ্ছায় এমনটা করে থাকেন তবে সে চরম অপরাধ করেছেন। কারণ হলফনামা একটি বিশ্বাসের জায়গা। যারা মিথ্যা তথ্য দিয়েছে তারা বিশ্বাস ভঙ্গ করেছে। সুশাসনের জন্য নাগরিক সুজন এর বরিশাল মহানগর শাখার সম্পাদক রফিকুল আলম বলেন-স্বর্ণ নিয়ে হলফনামায় প্রার্থীদের দেওয়া তথ্যগুলো প্রতারণার সামিল এবং সাংঘর্ষিক। স্বর্ণ এবং এর দাম হালনাগাদ হওয়া উচিৎ ছিলো। এমন মিথ্যা তথ্য উপস্থাপনকারীদের মনোনয়ন বাতিল করে আইনের আওতায় আনা উচিৎ।