বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাজারহাটে দোয়া

এফএনএস (প্রহলাদ মণ্ডল সৈকত; রাজারহাট, কুড়িগ্রাম) : | প্রকাশ: ৬ জানুয়ারী, ২০২৬, ১১:২৫ এএম
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাজারহাটে দোয়া

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে প্রেসক্লাব রাজারহাট ও পাক্ষিক আলোকিত রাজারহাট’র আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার(৫জানুয়ারী) মাগরিব বাদ প্রেসক্লাব মিলনায়তনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।  দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মৃতিচারণমূলক আলোচনা সভায় প্রেসক্লাব সভাপতি প্রেসক্লাব আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে ও  সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকতের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহবায়ক অ্যাডভোকেট শফিকুল ইসলাম, সদস্য সচিব সাহিদুল ইসলাম, যুগ্ম আহবায়ক জাকির হোসেন, নজরুল ইসলাম, আব্দুর রাজ্জাক, উপজেলা যুবদলের সদস্য সচিব নয়ন আলী, প্রেসক্লাব রাজারহাট’র সহসভাপতি আমিনুল ইসলাম, আজিজুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক ইমতিয়াজুল ইসলাম লাভলু, কোষাধ্যক্ষ আশরাফুল আলম সাজু,  শাহাজাহান আলী, এস লিমন, মশিউর রহমান ও মোস্তফা কামালসহ উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি এবং বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও দেশের উন্নয়নে তাঁর অবদান স্মরণ করে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন রাজারহাট বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. রাশেদুল ইসলাম।  উল্লেখ্য, বেগম খালেদা জিয়া ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ৩০ ডিসেম্বর ২০২৫ মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে প্রেসক্লাব রাজারহাট'র সকল সাংবাদিক গভীর শোক প্রকাশ এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।।