শীতের দাপট আরও জোরালো হয়েছে উত্তরাঞ্চলে। রাজশাহীতে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রি সেলসিয়াসে। একই সঙ্গে জেলার ওপর দিয়ে বইছে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ। আবহাওয়া অধিদপ্তর জানায়, রাজশাহীসহ দেশের মোট ১০টি জেলায় শৈত্যপ্রবাহ সক্রিয় রয়েছে।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকালে রাজশাহীতে ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়, যা এই শীত মৌসুমে এখন পর্যন্ত সর্বনিম্ন। একদিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল শতভাগ, যা শীতের অনুভূতিকে আরও তীব্র করে তুলেছে।
ঘন কুয়াশার কারণে ভোরের দিকে দৃশ্যমানতা নেমে আসে প্রায় ৬০০ মিটারে। সকালজুড়েই কুয়াশাচ্ছন্ন আবহাওয়া বিরাজ করলেও কোথাও বৃষ্টিপাতের খবর পাওয়া যায়নি। আগের দিন রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ছিল ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদ ড. ওমর ফারুক দ্য ডেইলি স্টারকে জানান, বর্তমানে রাজশাহী, পাবনা, বগুড়া, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড়, রাঙামাটি, যশোর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তাঁর ভাষায়, দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে খুব বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।
তিনি আরও বলেন, “আগামী ১১ জানুয়ারি পর্যন্ত আবহাওয়ার পরিস্থিতি প্রায় একই রকম থাকবে। ১২ জানুয়ারি থেকে তাপমাত্রা বাড়তে শুরু করতে পারে।”
আবহাওয়া অধিদপ্তরের ব্যাখ্যা অনুযায়ী, কোনো এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ১ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়। তাপমাত্রা ৬ দশমিক ১ থেকে ৮ ডিগ্রি হলে সেটি মাঝারি শৈত্যপ্রবাহ হিসেবে ধরা হয়। তাপমাত্রা ৪ দশমিক ১ থেকে ৬ ডিগ্রি হলে তীব্র এবং ৪ ডিগ্রির নিচে নামলে অতি তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে গণ্য করা হয়।