নওগাঁর পোরশার নিতপুর সীমান্তে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ইসরাফিল(২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি নিতপুর বিওপি টহল সদস্যরা। সে কালাইবাড়ি রাংগাপুকুর গ্রামের বজলুর রহমানের ছেলে। সোমবার আরআইবি, এসআইপি ও সিভিল সোর্সের তথ্যের ভিত্তিতে ১৬ বিজিবি নওগাঁ ব্যাটালিয়নের অধীনস্থ নিতপুর বিওপির সীমান্ত মেইন পিলার ২৩১/৩ এস হতে আনুমানিক ৫০০গজ বাংলাদেশের অভ্যন্তরে রাঙ্গাপুকুর গ্রামের বটতলী রাঙ্গাপুকুর মাঠের ব্রীজের পাশে সরিষার ক্ষেত হতে ১ হাজার ৮০পিচ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তাকে আটক করা হয়। তার কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এসময় রাঙ্গাপুকুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে রহমত(২০) ও মকবুলের ছেলে রেজাউল (৩৫) পালিয়ে যায়। টহল কমান্ডার সুবেদার মাহফুজুর রহমান এর নেতৃত্বে বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করেন। আটককৃত ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট গুলির মূল্য ১ লক্ষ ৬২ হাজার টাকা। এবিষয়ে থানায় মামলা হয়েছে এবং জবব্দকৃত মালামাল আসামীসহ পোরশা থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সুবেদার মাহফুজুর রহমান। অপরদিকে মঙ্গলবার ভোরে নিতপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার নজরুল ইসলাম এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল টেকঠা নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ০২টি ভারতীয় গরু আটক করেন। একইদিন আটককৃত ভারতীয় গরু ০২টি পত্নীতলা শুল্ক কার্যালয়ে জমা করা রয়েছে। নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) ভারপ্রাপ্ত অধিনায়ক ও অতিরিক্ত পরিচালক মেজর তানিম হাসান খান, এসপিপি, পিএসসি, ঘটনার সত্যতা নিশ্চি করে জানান, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গরু/মাদক পাচার/অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত রয়েছে তা অব্যাহত থাকবে।