ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা বিএনপি কার্যালয়ে গত সোমবার বাদ মাগরিব প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় এবং তার পরিবারবর্গের জন্য বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ ওয়াহিদুজ্জামান মোল্যা। এতে কোরানখানি, দরূদ ও বিশেষ মুনাজাত পরিচালনা করেন চরভদ্রাসন জামে মসজিদের খতিব মুফতী আব্দুস সবুর। দোয়া মাহফিলটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সভাপতি মোজাফ্ফর হোসেন জাফর। জানা যায়, এ মাহফিলে প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনা করে তাকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকামে দাখিল করার জন্য আল্লাহ পাকের দরবারে রোনাজরি করা হয়। একই সাথে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর রূহের মাগফেরাত কামনা করা হয়। এছাড়া দোয়া মাহফিলে তারেক রহমানের দীর্ঘায়ু ও নেক হায়াত কামনা করে তিনি যাতে আগামীর বাংলাদেশকে সুষ্ঠ ও শান্তিতে চালাতে পারেন সে ব্যাপারে খোদার রহমত কামনা করা হয়। সর্বোপরি প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তার পরিবারবর্গের সুখ-শান্তি সহ সারা দেশের সমৃদ্ধি কামনা করে দোয়া মাহফিলটি সম্পন্ন হয়। এ দোয়া মাহফিলে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা মোঃ শাহজাহান শিকদার, এ.জি.এম বাদল আমিন, আব্দুল কুদ্দুস বাদশা, কে.এম ওবায়দুল বারী দীপু, মঞ্জুরুল হক মৃধা, মোঃ ইয়াকজুব আলী, আরমান আলী শিকদার, ফারুক হোসেন মৃধা, আঃ আলী মৃধা, উপজেলা যুবদল নেতা আঃ ওহাব মোল্যা, উপজেলা ছাত্রদল নেতা শুভ সালাহউদ্দিন মোল্যা, আসাদুজ্জামান কাঞ্চন, ডাঃ পিএম. কামরুল হাসান ও শ্রমিক দল নেতা শেখ আসলাম প্রমূখ। দোয়া মাহফিল েেষ উপস্থিত জনতার মাঝে তবারক বিতরন করা হয় বলে জানা যায়।