দৌলতখানে মাছ বাজারে জাটকা অভিযান

এফএনএস (আবুল খায়ের; দৌলতখান, ভোলা) : | প্রকাশ: ৬ জানুয়ারী, ২০২৬, ০৭:৩৯ পিএম
দৌলতখানে মাছ বাজারে জাটকা অভিযান

ভোলার দৌলতখানের মাছ বাজারে ও মাছ ঘাটে অবৈধ ও নিষিদ্ধ জাটকার অভিযান চালিয়ে প্রায় ১৫ কেজি জাটকা ইলিশ জব্দ করাসহ মৎস্য ঘাটের  একজন মৎস্য ব্যবসায়ীকে ৫ শত টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যার পর দৌলতখান পৌর শহরের দক্ষিণ মাথার মাছ বাজারে উপজেলা সহকারি কমিশনার (ভূমি)  শাওন মজুমদার ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুর রহমান এই অভিযান পরিচালনা করেন। জব্দকৃত এসব ইলিশের জাটকা দৌলতখান কাঠপট্টি মাদ্রাসায়  আবাসিক অসহায় শিক্ষার্থীদের জন্য বিতরণ  করা হয়।   অপরদিকে দৌলতখান থানার পেছনে পাতার খাল মাছ ঘাটে জাটকা ক্রয় বিক্রয়ের দায়ে একজন মৎস্য ব্যবসায়ীকে পাঁচশত টাকা জরিমানা করা হয়।   সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুর রহমান জানান, বাজারে ইলিশে জাটকা অভিযান কালীন সময়ে মৎস্য ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় কাউকে জরিমানা করা যায়নি। তবে বাজারের মৎস্য ব্যবসায়ীদেরকে  জাটকা ক্রয় বিক্রয় নিষেধ ও সতর্ক করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাওন মজুমদার বলেন, নিষিদ্ধ জাটকা অবৈধভাবে  ক্রয় বিক্রয় ও আহরণ  বন্ধের অভিযান অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে