বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিরল উপজেলার ০১ নং আজিমপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে চৌরঙ্গী বাজারে দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও বিরল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আ ন ম বজলুর রশিদ কালু। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন। শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে মুনাজাত করা হয়।