ঈদগাঁওতে শুরু হয়েছে উপজেলা পর্যায়ের দুই দিনব্যাপী ৫৪ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা। উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এবং মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতা বাঁশি বাজিয়ে উদ্বোধন করেন ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর কামরুজ্জামান কবির। প্রথম দিনের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে। উদ্বোধন পর্বে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ইলিয়াস মিয়া, উপজেলা একাডেমিক সুপারভাইজার রাশেদুল হাসান মোঃ মহিউদ্দিন, স্বাগতিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশীদুল জন্নাত, ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মুহাম্মদ সিরাজুল হক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও প্রতিযোগীরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী দিনে অ্যাথলেটিক্সের বিভিন্ন ইভেন্ট যেমন ১০০, ২০০, ৩০০ ও ৪০০ মিটার দৌড়, গোলক ও চাকতি নিক্ষেপ অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল বুধবার ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ব্যাডমিন্টন ও ভলিবল এবং ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। একইদিন বিকেলে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় উপজেলার আওতাধীন বিভিন্ন স্কুল ও মাদ্রাসার উপস্থিত প্রতিযোগীরা অংশ নিয়েছে বলে জানান উপজেলা একাডেমিক সুপারভাইজার। তিনি আরো বলেন, সরকারি নির্দেশনা অনুসারে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। আগামী ১০ জানুয়ারি জেলা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবার কথা রয়েছে। প্রতিযোগিতায় উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ঈদগাঁও আলমাছিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা, ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়, ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন, ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিযোগীরা অংশ নেয়। অন্যদের মধ্যে স্কুল ও মাদ্রাসার কর্মরত ক্রীড়া শিক্ষক ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতা উপলক্ষে বিদ্যালয়ের মাঠকে নানা রঙ্গের পতাকা দিয়ে সাজানো হয়েছে।