শশুরালয় থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

এফএনএস (গোলাম মোস্তফা সরকার; ত্রিশাল, ময়মনসিংহ) : | প্রকাশ: ৬ জানুয়ারী, ২০২৬, ০৮:১০ পিএম
শশুরালয় থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার বাঁশকান্দা গ্রামের কাশেম মিয়ার ছেলে হীরা মিয়া (২৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কানিহারী ইউনিয়নের বালিদিয়া গ্রামের শশুরালয় থেকে উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।পুলিশ ও নিহতের পরিবার সূত্র জানায়, প্রায় চার বছর পূর্বে কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার বাঁশকান্দা উত্তর গোবিন্দপুর গ্রামের কাশেম মিয়া ও নাজমা বেগম দম্পত্তির ছেলে হিরা মিয়া (২৮) বিয়ে করেন ত্রিশাল উপজেলার কানিহারী ইউনিয়নের বালিদিয়া গ্রামের মিরাজ মিয়ার মেয়ে লিজাকে। বিয়ের পর থেকে হিরা শ্বশুরালয়ে বসবাস করে আসছিলেন। গত দুই দিন আগে কাজের কথা বলে বাড়ি থেকে বের হয়েছিল হিরা মিয়া। এরপর আর কোন খোঁজ মিলেনি তাঁর। মঙ্গলবার (৬ জানুয়ারী) সকালে কানিহারী ইউনিয়নের বালিদিয়া গ্রামের শশুরালয়ের পাশে মৃত ইসমত আলীর ছেলে আবু হানিফের বাড়ির পাশে একটি রেইন্ট্রী গাছে প্লাস্টিকের সুতলী দিয়ে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি থানা পুলিশকে অবহিত করলে মরদেহ উদ্ধার করে।এদিকে হিরা মিয়ার মৃত্যু নিয়ে রহস্যের দানা বেঁধেছে। নিহতের স্বজনরা ঘটনাটিকে স্বাভাবিক বলে মানতে পারছেন না। তাদের দাবি, এই মৃত্যুর পেছনে কোনো রহস্য লুকিয়ে আছে এবং তারা ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।  প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে, অর্থনৈতিক অভাব-অনটন ও পারিবারিক কলহের জেরে ওই যুবক আত্মহত্যা করে থাকতে পারেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে আইনানুগ প্রক্রিয়ার অংশ হিসেবে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্ত্রী লিজা জানান, গত দুই দিন আগে কাজের কথা বলে বাড়ি থেকে বের হয়েছিলেন হিরা মিয়া। এরপর আজ (সোমবার) সকালে বাড়ির পাশের একটি গাছে তার ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ হোসেন বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরে করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে