মহাকালের মহানক্ষত্র উপমহাদেশের শ্রেষ্ট নারী নেত্রী সদ্য প্রয়াত ৩ বারের সফল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্বরণে শোকসভা ও তার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে অধ্যাপক শহিদুল ইসলামের ভেড়ামারাস্থ বাসভবনের সামনের চত্বরে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক শহীদুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন, কুষ্টিয়া-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য ব্যারিষ্টার রাগিব রউফ চৌধুরী। ভেড়ামারা উপজেলা বিএনপির আহবায়ক এ্যাড. তৌহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্টিত শোক সভায় বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপি’র আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ। শোক সভায় বক্তব্য রাখেন, পৌর বিএনপি সভাপতি আবু দাউদ, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু, সিনিয়র সহ-সভাপতি মনিরুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক শামিম রেজা, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জানবার হোসেন, জুনিয়াদহ ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল বিশ্বাস, মোকারিমপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আঃ রব, ধরমপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আসাদুজ্জামান মিঠু, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আসলাম উদ্দিন মোল্লা, বাহিরচর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক। এসময় উপজেলা বিএনপি, পৌর বিএনপির ৬৩ টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক ইউনিয়ন বিএনপির টপ ফাইভ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।