বরিশাল জেলার হিজলা উপজেলা পরিষদ মাঠে আগামী ৮ জানুয়ারি বিকাল ৩টায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি‘র চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে, উক্ত দোয়া ও মোনাজাত অনুষ্ঠান উপলক্ষ্যে অদ্য ০৬ জানুয়ারি রোজ মঙ্গলবার বেলা ১১:৩০ ঘটিকার সময় বরিশাল জেলার হিজলা উপজেলার ৪নং বড়জালিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থ খুন্না বাজারে মন্টু স্মৃতি সংসদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র কার্যালয়ে উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট দেওয়ান মোঃ মনির হোসাইন, এর সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। উক্ত প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন হিজলা উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ন আহবায়ক আলতাফ হোসেন খোকন, মেমানিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আফসার উদ্দিন, বড়জালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোসাঃ হাওয়ানুর চৌধুরী। , উপজেলা মহিলা দলের সেক্রেটারি মোসাঃ রুমা খানম,হিজলা উপজেলা যুবদলের সদস্য সচিব আমির হোসেন বাঘা, বিএনপি'র বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। প্রস্তুতিমূলক সভা দুপুর অনুমান ১ টায় ঘটিকার সময় শান্তিপূর্ণভাবে শেষ হয।,