কিশোরগঞ্জ- ৫ (বাজিতপুর-নিকলী) আসনের সতন্ত্র প্রার্থী, উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মজিবুর রহমান ইকবালের নির্বাচনের উঠান বৈঠকটি গত মঙ্গলবার বিকেল ৫ টায় জনসভায় রূপধারণ করল। এই জনসভাটি গত মঙ্গলবার বিকেলে সরারচর শেখ মুজিবুর রহমান ইকবালের বাসভবনে অনুষ্টিত হয়। তিনি কান্না জড়িত কন্ঠে বলেন, গত ২৫টি বছর আমি আমার সংসার ত্যাগ করে আপনাদের সেবায় নিয়োজিত ছিলাম এবং এখনও আছি। আপনারা আমাকে সাহস দিয়েছেন সতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করার। সেজন্য আমি এখনও পর্যন্ত মাঠে আছি। আগামী ১০ তারিখ এর মধ্যে বৈধ প্রার্থী হিসাবে মাঠে আসব ইনশাআল্লাহ। ২০ জানুয়ারির মধ্যে পরিবর্তন হওয়ারও সম্ভাবনা রয়েছে। এ সময় হাজারো কর্মী সমর্থকরা চিৎকার করে বলেন, ইকবাল ভাইগো জায়গা নাইগো। এবার আপনাকে বিজয়ী করে তবেই আমরা ঘরে ফিরব। এ সময় নির্বাচনী প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড থেকে শুরু করে গ্রাম পর্যায়ে কমিটি গঠন করে দিবেন বলে জনসভায় উল্লেখ করা হয়। আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, সহ-সভাপতি মস্তোফা আমিনুল হক, সাবেক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) তফাজ্জল হোসেন বাদল, সরারচরের সাবেক ইউপি চেয়ারম্যান মহসিন মিয়া, অধ্যাপক ইন্দ্রজিৎ দাস, অধ্যাপক মোসলেহ উদ্দিন মাখন, যুব বিষয়ক সম্পাদক শেখ রাফিদ রহমান, উপজেলা যুব দলের সভাপতি মস্তোফা আলী জাহাঙ্গীর, ছাত্র দলের সভাপতি শাহরিয়ার আহম্মেদ শামীম এবং পৌর শহর ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।