মেহেরপুরে সেনাবাহিনীর অভিযানে পিস্তল ও গুলিসহ আটক-১

এফএনএস (ফারুক আহমেদ; মেহেরপুর) : | প্রকাশ: ৮ জানুয়ারী, ২০২৬, ১২:৫৩ পিএম
মেহেরপুরে সেনাবাহিনীর অভিযানে পিস্তল ও গুলিসহ আটক-১

মেহেরপুরের মুজিবনগরে বিদেশি পিস্তল ও গোলাবারুদসহ বিল্লাল হোসেন নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) ভোরে উপজেলার যতারপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তার অভিযানের নেতৃত্ব দেন মেহেরপুর সেনা ক্যাম্পের ইনচার্জ মেজর এম এ এন রওশন আলম। গ্রেফতারকৃত বিল্লাল হোসেন যাতারপুর গ্রামের মাদার আলীর ছেলে। সোনা ক্যাম্প সূত্রে জানা গেছে, সেনা অভিযানকালে তার শয়নকক্ষের ওয়ারড্রোবের ভেতর থেকে একটি অবৈধ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে একটি ৭.৬৫ মি.মি. পিস্তল (মেড ইন ইউএসএ), একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড তাজা গুলি। উদ্ধারকৃত আলামতসহ বিল্লাল হোসেনকে মুজিবনগর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া গ্রেফতারকৃত বিল্লাল হোসেনের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড চোরা চালান মানি লন্ডারিং ক্যাসিনো চাঁদাবাজি সহ নানা অপরাধের অভিযোগ রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে