আমতলীতে ৫ ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে ছাই

এফএনএস (মোঃ আবদুল্লাহ আল নোমান; আমতলী, বরগুনা) : | প্রকাশ: ৮ জানুয়ারী, ২০২৬, ০৫:৪৪ পিএম
আমতলীতে ৫ ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে ছাই

আমতলীতে আগুনে পুড়েগেছে ৫টি ব্যবসা প্রতিষ্ঠান।এতে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা।ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টা ২০ এরদিকে আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের গোছখালী বাঁধঘাট এলাকায়। স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।খবর পেয়ে আমতলী ফায়ার সার্ভিস ওসিভিল ডিফেন্সের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলেপৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ দোকানগুলো হলো- মোশারফ হোসেনের ছাত্র বন্ধু লাইব্রেরি, খোকন হাওলাদারও ইদ্রিস মোল্লার মোদিমনোহারি দোকান আবু তাহেরের ওসুধের দোকান  ও যুগল বাবুর দোকান। ব্যবসায়ী আবু তাহের বলেন,প্রতিদিনের মতো রাতে দোকান বন্ধ করে বাড়িতে চলে যাই।রাতে খবর পাই দোকানে আগুন লেগেছে।এক টাকার মালামালও বের করতে পারিনি। সব পুড়ে শেষ। আমি এখন নিঃস্ব। গুলিশাখালী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফারুক হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। চারটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে এবং একটি আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে। এতে প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আমতলী ফায়ার সার্ভিসের স্টেশনের ওয়ার হাউজম্যান মো. হানিফ বলেন,খবর পাওয়ার সঙ্গেসঙ্গে আমাদের একটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।এতে আনুমানিক ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমতলী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর আরিফ চৌধুরী বলেন, গভীর রাতে আগুন লাগার বিষয়টি জেনেছি।ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে