দিঘলিয়া উপজেলার সদর ইউনিয়নের দিঘলিয়া গ্রামের খানপাড়া নিবাসী খান রাজু আহমেদের পুত্র খান রাফিউল আহমেদ সিয়াম (১৬) গত মঙ্গলবার (৬ জানুয়ারী) নিখোঁজ হয়েছে। পরিবার সূত্রে জানা যায়, খান রাফিউল আহমেদ সিয়াম। খুলনা পাবলিক স্কুলের দশম শ্রেণীর ছাত্র। বাড়ি খুলনার দিঘলিয়া উপজেলার দিঘলিয়া গ্রামে। গত মঙ্গলবার ৬ জানুয়ারী রাত আনুমানিক সাড়ে ৭ টার দিকে মসজিদে নামাজ পড়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তার সন্ধান পাওয়া যাচ্ছে না। পরিবারের পক্ষ থেকে আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেছে। লেখাপড়ার বিষয় নিয়ে মায়ের উপর অভিমান করে সিয়াম মসজিদে নামাজ পড়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে যায় বলে জানা যায়। এ ব্যাপারে থানায় জিডি করা হয়েছে। পিতা-মাতাসহ পরিবারের সদস্যদের মাঝে কান্নার মাতম চলছে। পরিবারের সবাই উদ্বেগ আর উৎকন্ঠার মাঝে সময় কাটছে। নিখোঁজের পরিবার সন্ধান প্রার্থী বাবা খান রাজু আহমেদ। (০১৭২২৭৭১৪৭৫)।