কুমিল্লায় বাস-অটোরিকশা-মোটরসাইকেল ত্রিমুখী সংঘর্ষ, ৪ মৃত্যু

এফএনএস অনলাইন:
| আপডেট: ৯ জানুয়ারী, ২০২৬, ০২:৩৩ পিএম | প্রকাশ: ৯ জানুয়ারী, ২০২৬, ০২:২৭ পিএম
কুমিল্লায় বাস-অটোরিকশা-মোটরসাইকেল ত্রিমুখী সংঘর্ষ, ৪ মৃত্যু
ছবি, সংগৃহিত

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় বাস, অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

ভয়াবহ একই দুর্ঘটনায় এখন পর্যন্ত চারজনের মৃত্যু খবর পাওয়া গেছে। একই সঙ্গে আহত হয়েছে বেশ কয়েক জন।

ঘটনাটি নিশ্চিত করেছে জানিয়েছে পুলিশ। তবে নিহদের প্রাথমিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। নিহতদের মধ্যে একজন নারী, একজন পুরুষ ও দুটি শিশু। 

বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইকবাল বাহার।

পুলিশ জানায়, ত্রিমুখী সংঘর্ষে অগ্নিকাণ্ডের সূত্রপাত। সংঘর্ষে যাত্রীবাহী বাসটিতে আগুন লেগে যায়। এটা মোটরসাইকেলের জ্বালানির ট্যাংকার থেকে হতে পারে। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ করে।

আপনার জেলার সংবাদ পড়তে