যশোরের চৌগাছায় মোটরসাইকেলর ধাক্কায় রবিউল ইসলাম (৭২) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি উপজেলার নারায়ণপুর ইউনিয়নের চাঁদপাড়া গ্রামের মৃত আইজ উদ্দিন কাহারের ছেলে। প্রত্যক্ষদর্শিরা জানান বৃহস্পতিবার সন্ধ্যায় রবিউল ইসলাম চাঁদপাড়া বাজার থেকে সাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল আরোহী ধাক্কা দিলে তিনি মারাত্মক ভাবে আহত হন। তাকে স্থানীয়রা চৌগাছা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক যশোর আড়াইশো শয্যা জেনারেল হাসপাতালে রের্ফাড করেন। যশোর নিয়ে যাওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন। চৌগাছা থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।