ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার বানিয়াপাড়া এলাকায় বাস অটোরিকশা মোটরসাইকেলের সংঘর্ষে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণ করেছে অন্তত চার জন। বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার মজুমদার। শুক্রবার দুপুরে এই ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিভিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, ঢাকা থেকে চট্টগ্রামগামী সেন্টমার্টিন পরিবহন নামের একটি লোকাল বাস বানিয়াপাড়া এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেল বাসটির নিচে পড়ে যায়। এ সময় তীব্র ঘর্ষণের ফলে বাসে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে। বাসের ভেতরে থাকা যাত্রীরা আতঙ্কে দরজা ও জানালা দিয়ে বের হওয়ার চেষ্টা করেন। এতে অনেকেই হুড়োহুড়িতে আহত হন, আবার কেউ কেউ আগুনে আটকা পড়ে প্রাণ হারান। দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. হাবিবুর রহমান, ডা. দিলরুবা ইয়াসমিন ও সহকারী চিকিৎসক শামীম উদ্দিন জানান, দুর্ঘটনায় দগ্ধ হয়ে ৪ জন যাত্রী ঘটনাস্থলেই মারা যান। এছাড়া দগ্ধ অন্তত ৩০-৩৫ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মীরা আহতদের চিকিৎসায় নিরলসভাবে কাজ করছেন বলে জানান সংশ্লিষ্টরা। খবর পেয়ে দাউদকান্দি ফায়ার সার্ভিসের ওয়ারহাউস ইন্সপেক্টর মোহাম্মদ এরশাদ হোসেনের নেতৃত্বে একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং উদ্ধার কাজ পরিচালনা করে। দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, দুর্ঘটনার পরপরই হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে উদ্ধার কার্যক্রম শুরু করে। একই সঙ্গে মহাসড়কে সৃষ্ট যানজট নিরসনে কাজ করে পুলিশ। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে নেওয়ার কাজ চলছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।