অপারেশন ডেভিল হান্ট অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড শাখার প্রচার সম্পাদক আব্দুল হালিম মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে তথ্যের সত্যতা নিশ্চিত করে আগৈলঝাড়া থানার ওসি মোহাম্মদ মাসুদ খাঁন জানিয়েছেন, অপারেশন ডেভিল হান্ট অভিযানে থানা পুলিশ আব্দুল হালিম মোল্লাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতকে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাতুল ইসলাম শাহেদের মোটরসাইকেল ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।