ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন দিরাই-শাল্লা আসনের বিএনপির এমপি প্রার্থী নাছির উদ্দিন চৌধুরী। শুক্রবার বিকেলে সুনামগঞ্জের দিরাই উপজেলার চরনারচর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ব্রজেন্দ্রগঞ্জ আরসি উচ্চ বিদ্যালয় মাঠে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। চরনারচর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল জলিলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতাউর রহমানের সঞ্চালনায় আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন নাছির উদ্দিন চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে নাছির উদ্দিন চৌধুরী বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজীবন দেশের মানুষের কল্যাণে কাজ করে গেছেন। আমি তাঁর দেখানো পথ অনুসরণ করেই দিরাই-শাল্লার মানুষের পাশে ছিলাম। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নেত্রীর নির্দেশে রাজপথে থেকেছি এবং দলের দুঃসময়ে জেলা বিএনপির নেতৃত্ব দিয়েছি। সেই দায়িত্ব শেষ করে আজ আবার আপনাদের মাঝে ফিরে এসেছি। তিনি আরও বলেন, দিরাই-শাল্লার মানুষ আমার আপনজন, আমার ভালোবাসা। ইচ্ছে করলে আমি ঢাকায় বা বিদেশে স্বাচ্ছন্দ্যের জীবনযাপন করতে পারতাম, কিন্তু আপনাদের ভালোবাসা আমাকে দূরে যেতে দেয়নি। জীবনের শেষ নির্বাচনে আপনাদের ভোট চাই। নির্বাচিত হলে জীবনের শেষ সময়টুকু আপনাদের সেবায় উৎসর্গ করতে চাই। তিনি বলেন, আপনারা আমাকে নিয়ে বারবার স্বপ্ন দেখেছেন, কিন্তু আমি সে স্বপ্ন পূরণ করতে পারিনি। জীবনের শেষ নির্বাচনে এসে আপনাদের কাছে প্রতিশ্রুতি দিচ্ছি-আপনারা ঐক্যবদ্ধভাবে কাজ করলে আমরা সব স্বপ্ন বাস্তবায়নে সফল হবো। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য আব্দুর রশিদ চৌধুরী, দিরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেন ও যুগ্ম আহ্বায়ক মঈন উদ্দিন চৌধুরী মাসুক, হুমায়ুন কবির তালুকদার এবং শাল্লা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আওয়াল। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন দিরাই উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া, দিরাই পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম, ফারুক সরদার, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ওবায়দুর রহমান চৌধুরী মিশু, চরনারচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রতন কুমার দাস তালুকদার, সাবেক চেয়ারম্যান রতিকান্ত দাসসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।