নাটোরের সিংড়ায় জিয়া পরিষদের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৫ টায় সিংড়া উপজেলা বিএনপির সদস্য সচিবের বাসভবনে এই দোয়া অনুষ্ঠানে শিক্ষক সমাজের প্রতিনিধিরা অংশ গ্রহণ করেন। দোয়া মাহফিলে উপজেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক হারুন অর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাটোর-৩ সিংড়া আসনের ধানের শীষে মনোনিত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম, তাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাদত হোসেন, জিয়া পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক মিজানুর রহমান, সহ-সভাপতি ও চলনবিল মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম মোস্তফা, সহ-সভাপতি অধ্যাপক আব্দুস সালাম, প্রভাষক আকতার হোসেন, সাংগঠনিক সম্পাদক শারফুল ইসলাম মান্নান প্রমূখ। দোয়া পরিচালনা করেন উপজেলা ওলামাদলের সভাপতি মাওলানা আসাদুজ্জামান আসাদ।