মুলাদীতে ইউপি সদস্যসহ ৩ যুবলীগ নেতা গ্রেপ্তার

এফএনএস (মোঃ আরিফুল হক তারেক; মুলাদী, বরিশাল) :
| আপডেট: ৯ জানুয়ারী, ২০২৬, ০৬:৫০ পিএম | প্রকাশ: ৯ জানুয়ারী, ২০২৬, ০৬:৫০ পিএম
মুলাদীতে ইউপি সদস্যসহ ৩ যুবলীগ নেতা গ্রেপ্তার

বরিশালের মুলাদীতে ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যসহ তিন যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার বিকেল ও রাতে মুলাদী পৌরসভা, সদর ইউনিয়ন ও সফিপুর ইউনিয়ন থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নেতারা হলেন, মুলাদী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম হাজী মিঠু, মুলাদী সদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মো. জাকির হোসেন ফরাজি এবং সফিপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইফুল শরীফ। মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরাফাত জাহান চৌধূরী এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। অপারেশন ডেবিলহান্ট ফেজ-২ এর অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় পুলিশ। শুক্রবার সকাল ওই তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মুলাদী থানার ওসি আরাফাত জাহান চৌধূরী বলেন, নাশকতা মামলায় হাজী মিঠু, জাকির হোসেন ফরাজি ও সাইফুল শরীফকে গ্রেপ্তার করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে