লক্ষ্ণীপুরে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, গ্রেপ্তার ২

এফএনএস (নিজস্ব প্রতিবেদক) : | প্রকাশ: ৯ জানুয়ারী, ২০২৬, ০৬:৫৭ পিএম
লক্ষ্ণীপুরে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, গ্রেপ্তার ২

ক্ষ্ণীপুরে বাড়ি ফেরার পথে মব সৃষ্টি করে দৈনিক নয়া দিগন্ত পত্রিকার মাল্টিমিডিয়া সাংবাদিক তারেক মাহমুদের ওপর সন্ত্রাসী হামলা ও হত্যাচেষ্টার ঘটনা ঘটেছে। শুক্রবার (৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের মৎস্য অফিসের সামনে এ হামলার ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত শাহিন ও কিরণ নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। আহত তারেক মাহমুদ দৈনিক নয়া দিগন্ত পত্রিকার মাল্টিমিডিয়া রিপোর্টার, স্থানীয় অনলাইন গণমাধ্যম লক্ষ্ণীপুর টাইমসের স্টাফ রিপোর্টার এবং যমুনা টেলিভিশনের ক্যামেরাপারসন হিসেবে দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি লক্ষ্ণীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে সাংবাদিকের ওপর এ বর্বর হামলার ঘটনায় লক্ষ্ণীপুর টেলিভিশন সাংবাদিক ফোরাম এর আহবায়ক আতোয়ার রহমান মনির ও সদস্য সচিব আনিস কবিরসহ লক্ষ্ণীপুর প্রেসক্লাবের সভাপতি আ,হ,ম মোস্তাকুর রহমান ও সাধারণ সম্পাদক সাঈদুল ইসলাম পাবেলসহ স্থানীয় সাংবাদিকরা।  তীব্র নিন্দা, ক্ষোভ ও পাশাপাশি হামলায় জড়িত সকলকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। হামলায় আহত তারেক মাহমুদ জানান, লক্ষ্ণীপুর শহর থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার সময় ফরিদ নামে এক  ব্যক্তি তার গতিরোধ করে অকথ্য ভাষায় গালাগাল শুরু করে। কিছুক্ষণের মধ্যেই রিকশাযোগে আরও কয়েকজন সেখানে এসে মব সৃষ্টি করে তার ওপর অতর্কিত হামলা চালায়।  হামলাকারীরা পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে মারধর করে। স্থানীয় লোকজন এগিয়ে না এলে তার প্রাণনাশের আশঙ্কা ছিল বলে জানান তিনি। এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, স্থানীয় বিএনপি কর্মী কিরণ ও ফরিদ হামলার নেতৃত্ব দেয়। তারা এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন লক্ষ্ণীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল হক। তিনি জানান, এ ঘটনায় শাহিন ও কিরণ নামে দুইজনকে আটক করা হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে