সুষ্ঠু নির্বাচন করতে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে হবে: নজরুল

এফএনএস অনলাইন: | প্রকাশ: ৯ জানুয়ারী, ২০২৬, ০৭:১৯ পিএম
সুষ্ঠু নির্বাচন করতে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে হবে: নজরুল
ছবি, সংগৃহিত

খুব শিগগিরই বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি নির্বাচনি ইশতেহার ঘোষণা করবে এবং সরকারকে আইন শৃঙ্খলা বাহিনীকে সক্রিয় করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। 

আজ (৯ জানুয়ারি) রাজধানীর জিয়া উদ্যানে প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জীবন ও কর্ম নিয়ে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমনটা জানান তিনি।

নজরুল ইসলাম খান বলেন, নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল হওয়া, উন্নত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে কোনো সন্দেহ নেই। এটা আমরা অনেক আগে থেকেই বলে আসছি এবং সরকারকে আমরা বলেছি তারা যেন এ ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নেয়। এ ব্যাপারে আমাদের যে সহযোগিতা করা প্রয়োজন, আমরা তা করতে রাজি হয়েছি এবং আমরা সেটা করছি। কিন্তু দৈনন্দিন আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব কিন্তু সরকারের। এ ব্যাপারে সরকারকে আগেও আমরা আহ্বান জানিয়েছি এবং আবার আহ্বান জানাব যে, তারা যেন অত্যন্ত সক্রিয় হয় এবং কৌশলী হয়। 

ইশতেহার ঘোষণা নিয়ে এক প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘নির্বাচন পরিচালনা আরেকটা বিষয়, আর ইশতেহারটা একটা রাজনৈতিক ব্যাপার। এটার জন্য আলাদা টিম কাজ করছে। আমার ধারণা, খুব শিগগিরই হবে। কিন্তু এটা নির্বাচন পরিচালনা কমিটির কাজ না।’

দলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থী হওয়াদের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দলের সিদ্ধান্তের বাইরে যারা প্রার্থী হয়েছে, সে বিষয়টি দেখা বা সে ব্যাপারে ব্যবস্থা নেয়ার দায়িত্ব কিন্তু দলেরই। নির্বাচন পরিচালনা কমিটির না। আমরা তাদের আহ্বান জানিয়েছি, দলের সিদ্ধান্তের প্রতি যেন তারা শ্রদ্ধাশীল হয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করেন। আশা করছি, তারা প্রত্যাহার করবেন। অনেকেই ইতোমধ্যে আমাদের মনোনয়নপত্র প্রত্যাহারের কথাও জানিয়েছেন। সেজন্য আমি মনে করি, মনোনয়নপত্র প্রত্যাহারের সময়ের মধ্যেই এই পরিস্থিতির অনেক উন্নতি হবে।

শুক্রবার সকাল থেকেই বেগম জিয়ার সমাধি প্রাঙ্গণে সমবেত হন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তারা অশ্রুসিক্ত চোখে শ্রদ্ধা নিবেদন, কবর জিয়ারত এবং দোয়া-মোনাজাত করেন।

আপনার জেলার সংবাদ পড়তে