কচুয়ায় পিটিয়ে গুরুতর আহত ১

এফএনএস (আয়শা সিদ্দকা; কচুয়া, বাগেরহাট) : | প্রকাশ: ৯ জানুয়ারী, ২০২৬, ০৮:৫০ পিএম
কচুয়ায় পিটিয়ে গুরুতর আহত ১

বাগেরহাটের কচুয়ায় গতকাল আনুমানিক রাত ১০ টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে কতিপয় দুর্বৃত্ত ১ ব্যাক্তিকে পিটিয়ে গুরুতর আহত করে ফেলে রেখে পালিয়ে যায়।  ভুক্তভোগী ব্যক্তিকে স্থানীয়রা উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার সাথে যারা জড়িত তারা সংঘবদ্ধ একটি কিশোর গ্যাং এর নেতৃত্ব দিয়ে বিভিন্ন ধরনের অপকর্ম ঘটিয়ে আসছে। এ বিষয়ে কচুয়া থানা পুলিশ আমাদের প্রতিনিধিকে জানান যে,  ৫ জনের নাম সহ অজ্ঞাত আরো ৩/৪ জনের নাম উল্লেখ করে কচুয়া থানায় একটি মামলা হয়েছে। ইতিমধ্যে অভিযুক্ত ৩ নং আসামি সৈকত মাঝি(২২) আমরা আটক করেছি । আটক যুবক একই এলাকার শহিদ মাঝির ছেলে।

আপনার জেলার সংবাদ পড়তে