সাতক্ষীরায় তুচ্ছ ঘটনায় স্কুলছাত্রের আত্মহত্যা

এফএনএস (এস.এম. শহিদুল ইসলাম; সাতক্ষীরা) : | প্রকাশ: ৯ জানুয়ারী, ২০২৬, ০৮:৫৪ পিএম
সাতক্ষীরায় তুচ্ছ ঘটনায় স্কুলছাত্রের আত্মহত্যা

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নে তুচ্ছ ঘটনার জেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে মেহেদী হাসান (১৩) নামের এক স্কুলছাত্র। শুক্রবার (৯ জানুয়ারি) বেলা ১১টার দিকে ইউনিয়নের বালুইগাছা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মেহেদী হাসান ওই গ্রামের মো. মনিরুল ইসলামের ছেলে। সে ধুলিহর জাহানাবাজ হযরত আবু বক্কর সিদ্দিক কামিল মাদ্রাসায় চলতি বছর ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হয়েছিল। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, আজ সকালে পরিবারের লোকজনের সঙ্গে কোনো একটি তুচ্ছ বিষয় নিয়ে মেহেদীর কথা-কাটাকাটি হয়। এর জেরে সে বাড়ির ভেতরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে স্বজনেরা তাকে উদ্ধার করে দ্রুত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। মাদ্রাসাছাত্র মেহেদীর এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, ছেলেটি মেধাবী ছিল, সামান্য কারণে এমন পথ বেছে নেবে তা কেউ ভাবেননি। সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মোহা: মাসুদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ মরদেহটির সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে