রামুর ডিসি গোল্ডকাপ ফুটবল ফাইনালে উত্তীর্ণ

এফএনএস (সোয়েব সাঈদ; রামু, কক্সবাজার) : | প্রকাশ: ৯ জানুয়ারী, ২০২৬, ১০:১১ পিএম
রামুর ডিসি গোল্ডকাপ ফুটবল ফাইনালে উত্তীর্ণ

কক্সবাজার জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ২০২৫-এ দুর্দান্ত নৈপুণ্য ও ধারাবাহিক সাফল্যের মাধ্যমে ফাইনালে উত্তীর্ণ হওয়ায় রামু উপজেলা ফুটবল দলের খেলোয়াড়দের সম্মানে আয়োজন করা হয় বিশেষ ব্লেজার প্রদান অনুষ্ঠান। বৃহস্পতিবার রাতে রামু উপজেলা পরিষদের বাঁকখালী মিলনায়তন যেন রূপ নেয় আনন্দ, গর্ব আর উদ্দীপনার এক মিলনমেলায়। আলোঝলমলে পরিবেশে খেলোয়াড়, ক্রীড়া সংগঠক, প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনদের উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে স্মরণীয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামু উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. ফজলে রাব্বানী চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) স্বরুপ মুহুরী। রামু উপজেলা ফুটবল দলের টিম ম্যানেজার ও প্রধান পৃষ্ঠপোষক, রামু বণিক সমবায় সমিতি লি:-এর সভাপতি, রামু ফুটবল খেলোয়াড় সমিতির আহ্বায়ক, রামু ব্রাদার্স ইউনিয়নের ক্রীড়া সম্পাদক ও রামু ফুটবল একাডেমির পরিচালক রুহুল আমিন রকি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। তাঁর সভাপতিত্বে অনুষ্ঠানটি পায় একটি সংগঠিত ও প্রাণবন্ত রূপ। উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মিথুন বড়ুয়া বোথামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন রামু ব্রাদার্স ইউনিয়নের সভাপতি নবু আলম, উপদেষ্টা তরুপ বড়ুয়া, দেবপ্রাসদ বড়ুয়া টিপু, বিমল বড়ুয়া ও তুহিন বড়ুয়া শানু, অর্থ সম্পাদক নিশান বড়ুয়া, জেলা ফুটবল দলের সাবেক অধিনায়ক জ্যোতির্ময় বড়ুয়া মঙ্গল, রামু উপজেলা ফুটবল দলের সাবেক অধিনায়ক রিটু বড়ুয়া, প্রধান কোচ সুমন বড়ুয়া, সহকারী কোচ প্রভাষক জাহাঙ্গীর আলম, রামু হেলথ মেডিকেল সেন্টারের পরিচালক নুরুল কবির, ক্রীড়া সংগঠক জাহেদ হাসান সম্রাট, রামু ল্যাবরেটরি স্কুল পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক ক্যাপ্টেন জয়নাল আবেদিন ও রামু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. ফজলে রাব্বানী চৌধুরী বলেন, রামু উপজেলা ফুটবল দলের এই সাফল্য শুধু একটি দলের অর্জন নয়, এটি পুরো রামুবাসীর গর্ব। এই অর্জন ভবিষ্যৎ প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তুলবে। তিনি বলেন- বিশৃঙ্খলার কারনে ফাইনাল খেলা অনুষ্ঠিত না হলেও রামু অপরাজিত দল হিসেবে সম্মান বয়ে এনেছে। সভাপতির বক্তব্যে রুহুল আমিন রকি বলেন,“রামু উপজেলা প্রশাসন, খেলোয়াড় ও ক্রীড়ামোদি ব্যক্তিবর্গের সম্মিলিত সহযোগিতায় রামু উপজেলা ফুটবল দল ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। প্রাকটিস চলাকালেই আমি ঘোষণা দিয়েছিলাম ফাইনালে উঠলে খেলোয়াড় ও কর্মকর্তাদের ব্লেজার উপহার দেব। আজ সম্মানিত অতিথিদের উপস্থিতিতে সেই প্রতিশ্রুতি পূরণ করতে পেরে আমি গর্বিত।” অনুষ্ঠানের শেষ পর্বে অতিথিবৃন্দ ফাইনালে উত্তীর্ণ খেলোয়াড়দের হাতে সম্মানসূচক ব্লেজার তুলে দেন। করতালি ও উচ্ছ্বাসে ভরে ওঠে মিলনায়তন। এরপর অতিথি ও খেলোয়াড়দের সম্মানে আয়োজন করা হয় নৈশভোজ। এই আয়োজন শুধু একটি ব্লেজার প্রদান অনুষ্ঠান নয় এটি ছিল রামুর ক্রীড়াঙ্গনের অগ্রযাত্রার প্রতীক, তরুণদের স্বপ্ন দেখার অনুপ্রেরণা এবং ঐক্যবদ্ধ প্রচেষ্টার এক অনন্য উদাহরণ।