পীরগন্জে দৈনিক কালের কন্ঠের ১৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন ১০/০১/২০২৬ ইং বেলা ১২ টায় স্থানীয় প্রেসক্লাব হলরুমে পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও কেক কর্তনের আয়োজন হয়েছিল। পীরগন্জ প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব এ,টি,এম মাজহারুল আলম মিলনের সভাপতিত্বে উক্ত প্রতিষ্ঠাবার্ষিকী পালন অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক কালের কন্ঠের পীরগন্জ উপজেলা সংবাদদাতা হাবিবুর রহমান হাবিব। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কর্তন ও মূল্যবান আলোচনা করেন পীরগন্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা.পপি খাতুন। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তানভির আহমেদ, থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নাহিদ ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক জাকির হোসেন সহ পীরগন্জ উপজেলায় কর্মরত অধিকাংশ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ায় কর্মরত গণ-মাধ্যমকর্মীরা উক্ত প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন