হাড় কাঁপানো শীত আর কুয়াশায় ঢেকে থাকা জনপদ নীলফামারী। শীতে জবুথবু অসহায় মানুষ। ওই সকল ছিন্নমুল অসহায় শীতার্ত মানুষের দরজায় এসে দাঁড়ালেন সমাজসেবক সাইমুম হক।গরম কাপড় হাতে নিয়ে ছুটে গেলেন তাদের বাড়ি বাড়ি। প্রতি বছরের মতো এ বছরও অসহায় মানুষের গায়ে জড়িয়ে দিলেন শীতের কম্বল। নীলফামারী জেলার সন্তান,বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম (বিইউপিএফ)-এর উপদেষ্টা সাইমুম হক শীতবস্ত্র বিতরণ করেন সদর উপজেলার শিংগিমারী, পুলিশ লাইন, পলাশবাড়ী ও রামগঞ্জ এলাকায়। এ সময় তিনি বলেন,তীব্র শীতের রাতে অনেক মানুষ খোলা আকাশের নিচে কাঁপতে কাঁপতে রাত কাটান। তাঁদের কষ্ট লাঘব করাই আমার মূল লক্ষ্য। মানবতা কখনো মৌসুম দেখে না মানবতার দায়িত্ব সব সময়ের। আমি বিশ্বাস করি,সমাজের সামর্থ্যবানরা যদি একটু এগিয়ে আসেন, তাহলে কোনো মানুষকে শীতে কষ্ট পেতে হবে না। এসময় উপস্থিত ছিলেন গাজী তমছের আলী, প্রশান্ত কুমার কর্মকার, মোনোয়ার হোসেন (মনাই), খন্দকার আলহাজ্ব মোঃ সানোয়ার হোসেন (আলম), রফিকুল ইসলাম (রেনু মিয়া) সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। শীতবস্ত্র পেয়ে আবেগাপ্লুত এক বৃদ্ধা বলেন,এই শীতে কম্বল না পেলে কীভাবে রাত কাটাতাম জানি না। আল্লাহ যেন ওনাদের ভালো রাখেন।