কিশোরগঞ্জের বাজিতপুর পৌরসভার বটতলা রাবার কান্দিতে গত শুক্রবার বিকেল ৪ টার দিকে কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী সৈয়দ এহসানুল হুদার প্রয়াত পিতা এ্যাডভোকেট সিরাজুল হুদা তৌফিকের ১৫ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, প্রয়াত জননেতা এ্যাডভোকেট সিরাজুল হুদা তৌফিক চিলেন নীতে ও আর্দশে অবিচল আপোষ নেতা ছিলেন। তিনি গণমানুষের জন্য সারাটি জীবন নিজেকে উৎসর্গ করে গেছেন। এ সময় বক্তব্য রাখেন বাজিতপুর উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি কাইয়ুম খান হেলাল, সাবেক সহ সভাপতি মোঃ কাজল ভূঁইয়া, পৌর বিএনপির সভাপতি- সাবেক মেয়র এহেসান কুফিয়া, জেলা যুবদলের সহ সভাপতি এ্যাডভোকেট শাহ্ আলম, উপজেলা যুবদলের সদস্য সচিব আনিছুর রহমান খোকন সহ অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা। সবিশিষে তার স্মরণে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।