বরিশালে বিএনপির নেতারা পেলেন কেন্দ্রের সুখবর

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ১০ জানুয়ারী, ২০২৬, ০৩:৪৩ পিএম
বরিশালে বিএনপির নেতারা পেলেন কেন্দ্রের সুখবর

বরিশাল মহানগর বিএনপির ১৫ নম্বর ওয়ার্ডের সদস্য সিদ্দিকুর রহমানের বহিস্কারাদেশ প্রত্যাহার করে তার প্রাথমিক সদস্যপদ পুর্নবহাল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। কেন্দ্রীয় সিদ্ধান্তে একইসাথে বরিশাল মহানগর বিএনপি ও সহযোগী সংগঠনরে আরও ১২ জন নেতার বিরুদ্ধে নেয়া সাংগঠনিক ব্যবস্থা প্রত্যাহার করা হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে বরিশাল মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক জানিয়েছেন-বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে গত ৯ জানুয়ারির এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আবেদনের প্রেক্ষিতে দলীয় শৃঙ্খলা ও ঐক্য সুদৃঢ় করার স্বার্থে এবং ভবিষ্যতে দলীয় সকল শৃঙ্খলা মেনে চলার অঙ্গীকারের ভিত্তিতেই বহিস্কারাদেশ প্রত্যাহার করে সংশ্লিষ্টদের প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়েছে। সুখবর পাওয়া নেতাদের তালিকায় রয়েছেন, বরিশাল মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি ও ২৪ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি ফিরোজ আহমেদ, ২৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ফরিদ উদ্দিন হাওলাদার, মহানগর বিএনপির সাবেক সদস্য আলহাজ সৈয়দ হাবিবুর রহমান ফারুক, ২৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য সৈয়দ হুমায়ুন কবির লিংকু, মহানগর বিএনপির সাবেক সদস্য ও ৫ নম্বর ওয়ার্ড মহিলা দলের সভানেত্রী জাহানারা বেগম, মহানগর বিএনপির সাবেক সদস্য ও ২৪ নম্বর ওয়ার্ড মহিলা দলের সভানেত্রী সেলিনা বেগম, মহানগর বিএনপির সাবেক সদস্য ও ৩০ নম্বর ওয়ার্ড মহিলা দলের সভানেত্রী রাশিদা পারভীন, মহানগর মহিলা দলের সাবেক সহ-সভাপতি জেসমিন সামাদ শিল্পী, ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য সিদ্দিকুর রহমান, কামরুল আহসান রুপন এবং ১৮ নম্বর ওয়ার্ড বিএনপি সদস্য জাবের আব্দুল্লাহ সাদী।

আপনার জেলার সংবাদ পড়তে