চট্টগ্রামের হাটহাজারীর ফতেয়াবাদে যোগাচার্য পরমহংস শ্রীমৎ স্বামী সত্যনন্দ গিরি মহারাজের ১১৭ তম তিরোধান দিবস মহাসমারোহে উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সনাতন ধর্ম সম্মেলন, ও বিশ্বশান্তি শ্রী শ্রী গীতাযজ্ঞ এবং স্বামী সত্যানন্দজীর জীবন দর্শন ও মাঠের উন্নয়ন বিষয়ে আলোচনা অনুষ্ঠান। এ উপলক্ষে গতকাল শনিবার ফতেয়াবাদ সত্যানন্দ মঠ তথা সাধুর পাহাড় চত্বরে আয়োজিত আলোচনা সভায় পৌরহিত্য করেন সীতাকুণ্ড শংকর মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী তপনানন্দ গিরি মহারাজ। অনুষ্ঠানে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেন ফতেয়াবাদ রামকৃষ্ণ সেবাশ্রমের তত্বাবধায়ক শ্রীমৎ স্বামী পীর্ণব্রত্যনন্দজী। অনুষ্ঠানে উদ্বোধন করেন ব্যাংকার মৃনাল কান্তি সূত্রধর। প্রধান অতিথি ছিলেন, ধর্মীয় ব্যক্তিত্ব তিনকড়ি চক্রবর্তী। মূখ্য আলোচক ছিলেন অধ্যাপক কুশল বরন চক্রবর্তী। আলোচক ছিলেন সাংবাদিক কেশব কুমার বড়ুয়া, সুলাল কান্তি চৌধুরী, মাস্টার অজিত কুমার শীল, দীলিপ কুমার শীল, সাংবাদিক রনজিত কুমার শীল। রুবেল দে, উত্তম কেদার ও রুবেল তালুকদারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন সত্যানন্দ মঠ পরিচালনা কমিটির কার্যকরী সভাপতি ডাঃ অশোক কুমার দেব। বক্তব্য রাখেন সমাজ সেবক দূর্গপাদ নাথ। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।