হাটহাজারীতে শীতবস্ত্র বিতরণ

এফএনএস (কেশব কুমার বড়ুয়া; হাটহাজারী, চট্টগ্রাম) : | প্রকাশ: ১০ জানুয়ারী, ২০২৬, ০৫:২১ পিএম
হাটহাজারীতে শীতবস্ত্র বিতরণ

বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন এর কেন্দ্রীয় কর্মসূচির আওতায় , কেন্দ্রীয় মহাসচিব  অ্যাডভোকেট জিয়া হাবিব আহসান এর সহযোগিতায় চট্টগ্রামের  হাটহাজারীর নাঙ্গলমোড়ায় দরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে কম্বল, মৌজা এবং শিশুদের জ্যাকেট বিতরণ করা হয়। গতকাল শনিবার সকালে হাটহাজারীর নাঙ্গলমোড়ায় আমির মাঝির বাড়ি থেকে এই কর্মসূচি পালিত হয়। বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন হাটহাজারী উপজেলা শাখার সভাপতি অ্যাডভোকেট এম এ মালেক এই  কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সহ সভাপতি, হাটহাজারী প্রেসক্লাবের সভাপতি  বাবু কেশব কুমার বড়ুয়া ,ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক আছলাম মোরশেদ ,সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান,হাসান উল্লাহ লোকমান, সেলিম হাসান প্রমুখ।