নীলফামারীর সৈয়দপুরে গরু চুরির অপবাদ সইতে না পেরে রোকনুজ্জামান নামে এক ফল ব্যবসায়ি আত্মহত্যা করেছেন। নিজ ঘরের শয়ন কক্ষের তীরে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন।এটি ঘটেছে ১০ জানুয়ারি উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নে। নিহতের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, রোকনুজ্জামান ফল ব্যবসা শেষে রাতে বাড়িতে আসেন। এ সময় প্রতিবেশী এক যুবক তাকে ডেকে নিয়ে যায়। রাত যখন গভীর হয় তখন আমরা জানতে পারি প্রতিবেশী আব্দুর রশিদের গরু চুরি হয়েছে। সেই গরু চুরির সাথে রোকনুজ্জামান জড়িত ছিল এমন দাবি করা হয়। এ নিয়ে রাতেই বোতলাগাড়ী ইউনিয়ন ও কাশিরাম বেলপুকুর ইউনিয়নের লোকজন গ্রাম্য শালিস বসিয়ে গরু চুরির সাথে জড়িত থাকায় রোকনুজ্জামানের ২ হাজার ২ শ টাকা জরিমানায় ঘটনার সমাধান করা হয়। এদিকে সকাল বেলায় মসজিদের মাইকে ঘোষণা করা হয় গরু চোর রোকনুজ্জামানকে এলাকা থেকে বের করে দেয়া হবে। এমন মাইকিং শুনে রোকনুজ্জামান নিজ ঘরে তীরের সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। এলাকার লোকজন থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থান থেকে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ রেজাউল করিম রেজা জানান,লাশ ময়নাতদন্তের জন্য নীলফামারী মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় কেউ মামলা করেনি। তবে এটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।