নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে ১০ জানুয়ারি বিকেল সাড়ে ৪ টায় সরকারি এম এম কলেজের সভাকক্ষে পৌর যুবদলের আহবায়ক মো. আলতাফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবদলের আহবায়ক মাসুদ হায়দার টিপু। জেলা যুবদলের সদস্য ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম লিটন সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি সামিনা পারভীন পলি, বিশেষ আলোচক ময়নুল হক লিটন. উপজেলা যুবদলের আহবায়ক তহিদুল ইসলাম, পৌর যুব দলের যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম, যুবদল নেতা মনসুর রহমান, রুবেল হোসেন রতনসহ যুবদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।