শেরপুরে জেলা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১ শনিবার (১০ জানুয়ারি) দুপুরে শহরের নতুন বাস টার্মিনাল এলাকাস্থ বীর মুক্তিযোদ্ধা আবু বকর মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির চেয়ারম্যান আলহাজ্ব মো. ছাদেক আলী মাস্টার। সাধারণ সভায় বার্ষিক প্রতিবেদন পেশ করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রকৌশলী আব্দুল মোতালেব, আব্দুল মতিন আজাদ, ফারুক আহমেদ, আনসার আলী, নূর মোহাম্মদ, ইমাম আলী হীরা, মোস্তাফিজুর রহমান প্রমুখ। সংগঠনের কোষাধ্যক্ষ মো. নওশাদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে সমিতির অন্যান্য কর্মকর্তা ও সদস্যগণ উপস্থিত ছিলেন । অনুষ্ঠানে আগামী ৭ ফেব্রুয়ারি সমিতির পরবর্তী কার্যনির্বাহী পরিষদের নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। সেইসাথে নির্বাচন পরিচালনার জন্য প্রকৌশলী মো. আব্দুল মোতালেবকে প্রধান নির্বাচন কমিশনার মনোনীত করা হয়।