সুনামগঞ্জ পিএফজির পরিকল্পনা সভা

এফএনএস (একে কুদরত পাশা; দিরাই, সুনামগঞ্জ) : | প্রকাশ: ১০ জানুয়ারী, ২০২৬, ০৬:৩৯ পিএম
সুনামগঞ্জ পিএফজির পরিকল্পনা সভা

সুনামগঞ্জ সদর পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)’র উদ্যোগে ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর এমআইপএস প্রকল্পের সহযোগিতায় পিএফজির সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন সভা শনিবার সকালে চিনাউড়া শুভ টিলা রিসোর্ট এ অনুষ্ঠিত হয়। পিএফজির সদস্য সুখেন্দু সেন এর সভাপতিত্বে ও পিস এস্বাসেডর সিরাজুল ইসলাম পলাশ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ প্যান এর সমন্বয়কারী নূরুল হক আফিন্দী। স্বাগত বক্তব্য রাখেন, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর এমআইপিএস প্রকল্পের কুদরত পাশা। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিস এম্বাসেডর শাহী না চৌধুরী রুবি, বীর মুককাতযোদ্ধা আবু সুফিয়ান, সালেহীন চৌধুরী শুভ। সভায় বক্তারা বলেন, পিএফজি উদার অসম্প্রাদায়িক, বহুত্ববাদী সহনশীল, মুক্ত, মানবিক সমাজ ও রাষ্ট্র নির্মাণের লক্ষ্যে গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ, সহিংসতা নিরসন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলরে সহাবস্থান নিশ্চিতকরণ ও ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি সমাজ বিনির্মান এবং সম্মিলিত উদ্যোগে সামাজিক সমস্যা নিরসন বিশেষ করে রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা নিরসন এবং স্থানীয় পর্যায়ে শান্তি-সম্প্রীতি ও সহাবস্থান নিশ্চিতকরণে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিতকায় আমরা স্থানীয় পর্যায়ে শান্তি-সম্প্রীতি ও সহাবস্থান নিশ্চিতকরণে নতুন নতুন কর্মসূচির মাধ্যমে লক্ষ্য বাস্থবায়নে কাজ করে যাচ্ছি। তারা বলেন, আমাদের সামনে জাতীয় নির্বাচন। আমরা চাই একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণ মূলক নির্বাচন। যে নির্বাচন হবে সংঘাত ও সহিংসতা মুক্ত। বক্তরা সকল সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যে কোন এলাকায় নির্বাচনী সংঘাত, সংঘর্ষ হলে সাথে সাথে যাতে পিএফজি কে জানানো হয়। সভায় বক্তব্য রাখেন, জেলা কৃষক দলের সাংস্কৃতি সম্পাদক মশিউর রহমান রাসেল, আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা সামিনা চৌধুরী মনি, ইমাম মোয়াজ্জিন পরিষদ এর সদস্য মাওলানা ফয়জুন নুর ফয়েজ, সুশাসনের জন্য নাগরিক সুজন এর জেলা সাংগঠনিক সম্পাদক নুরুল হাসান আতাহের, গণিপাড়া মহিলা উন্নয়ন সংস্থার সভাপতি রিনা আক্তার, সৃষ্টি যুবজাগরণ সংঘের সভাপতি তৃষ্ণা আক্তার রোশনা, সুনামগঞ্জ জেলা পরিষদ এর সাবেক প্যানেল চেয়ারম্যান সেলিনা আবেদীন, প্রিয়াংকা, বৈশাখি টেলিভিশন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি কর্ণ বাবু দাস, আবুল হোসেন, মাসুমা প্রমূখ।

আপনার জেলার সংবাদ পড়তে