কুড়িগ্রামের রাজারহাটে বিশিষ্ট সমাজ সেবক ও সাবেক দূর্নীতি দমন কর্মকর্তা আলহাজ্ব গোলাম মোওলা শুক্রবার(৯জানুয়ারী) দুপুর দেড়টায় তাঁর নিজ ভবনে হৃদক্রিয়া বন্ধ হলে তাকে রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে তিনি ইন্তেকাল করেছেন( ইন্নানিল্লাহি---------রাজিউন)। তিনি উপজেলার চাকিরপশার তালুক গ্রামের রাজারহাট থানা রোডের বাসিন্দা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০বছর। তিনি স্ত্রী, ২ মেয়ে, জামাতা, নাতিসহ অসংখ্য গুণগ্রহেী রেখে গেছেন। শনিবার(১০জানুয়ারী) সকাল ১১টায় মরহুমের প্রথম জানাজা রাজারহাট চাকিরপশার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। ওই দিন তাঁর দ্বিতীয় জানাজা কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নেরর বসুনিয়ার হাট(কালিরহাট) জামে মসজিদের পাশে অনুষ্ঠিত হওয়ার পর পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন হয়েছে। সমাজ হৈতেষী গোলাম মোওলার মৃত্যুতে সাবেক রাজারহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব সেকেন্দার আলী বাদশা ব্যাপারী ও প্রেসক্লাব রাজারহাট'র সকল সাংবাদিকবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।