আমরা শিশু

লায়ন মোঃ গনি মিয়া বাবুল | প্রকাশ: ১০ জানুয়ারী, ২০২৬, ০৭:২১ পিএম
আমরা শিশু

আমরা শিশু আমরা কিশোর
ইশকুলেতে যাব,
লেখাপড়া শিখে মোরা
অনেক বড় হব।
দেশ ও জাতির উন্নয়নে
সু-শিক্ষাই মূল,
নকল থেকে থাকব দূরে
ফুটাবো সব ফুল।
লক্ষ্য মোদের সত্য সুন্দর
চলব সঠিক পথে,
সকল আঁধার মুছে দেব
অরুপ আলোর রথে।
শিক্ষা গুরুর আদেশ নিষেধ
চলব সদা মেনে,
মানুষ গড়ার কারিগরদের
রাখব আপন জেনে।

আপনার জেলার সংবাদ পড়তে