কিশোরগঞ্জ-১ এ প্রার্থীতা ফিরে পেলেন আহমদ আলী

এফএনএস (আমিনুল হক সাদি; কিশোরগঞ্জ) : | প্রকাশ: ১০ জানুয়ারী, ২০২৬, ০৮:৫৭ পিএম
কিশোরগঞ্জ-১ এ প্রার্থীতা ফিরে পেলেন আহমদ আলী

কিশোরগঞ্জ-১ আসনে রিটার্নিং কর্মকর্তা কর্তৃক মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল করে প্রার্থীতা ফিরে পেলেন খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মাওলানা আহমদ আলী কাসেমী। শনিবার (১০ জানুয়ারি) বেলা ২টায় রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ের অডিটরিয়ামে শুনানিতে অংশ নিয়ে তিনি তাঁর প্রার্থীতা ফিরে পান। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ রিটার্নিং কর্মকর্তা কর্তৃক মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল করে প্রার্থীতা ফিরে পেলেন জাতীয় সংসদের ১৬২ কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী দলের নায়েবে আমীর শায়খুল হাদিস মাওলানা আহমদ আলী কাসেমী। কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের মধুনগর গ্রামের বাসিন্দা আহমদ আলী কাসেমী খেলাফত মজলিস ও হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েব আমীর হওয়ার সুবাদে তিনি কিশোরগঞ্জ-১ আসনে দেওয়াল ঘড়ি প্রতীকে খেলাফত মজলিসের চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন। নির্ভরযোগ্য সূত্রে গেছে, ইসলামী ও সমমনা ১১ দলের সমঝোতার প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়নও তিনিই পাবেন।

আপনার জেলার সংবাদ পড়তে