চট্টগ্রামে গুলি করে জামায়াত কর্মীকে হত্যা, গুরুতর আরও ১

এফএনএস অনলাইন: | প্রকাশ: ১০ জানুয়ারী, ২০২৬, ১০:১৮ পিএম
চট্টগ্রামে গুলি করে জামায়াত কর্মীকে হত্যা, গুরুতর আরও ১
ছবি, সংগৃহিত

চট্টগ্রামের ফটিকছড়িতে জামাল প্রকাশ ওরফে ছোট জামাল নামে একজন জামায়াত কর্মী দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন। এ সময় আরও একজন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। 

এ ঘটনায় গুরুতর আহতের নাম নাছির। নিহত এবং আহত দুজনই শাহনগর এলাকার বাসিন্দা। তবে কারা বা কী কারণে তাদের ওপর গুলি চালিয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

উপজেলার শাহনগর এলাকায় শনিবার (৮ জানুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনা সূত্রে জানা গেছে, দুর্বৃত্তের গুলিতে তারা আহত হন। পরে ছোট জামালের মৃত্যু হয়েছে। নাছিরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) কাজী মো. তারেক আজিজ বলেন, গুলিবিদ্ধ দুজনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম বলেন, একজনের মৃত্যু হয়েছে বলে শুনেছি। আমি ঘটনাস্থলে যাচ্ছি। বিস্তারিত পরে জানাতে পারব।

আপনার জেলার সংবাদ পড়তে