গাজীপুর এসএসসি ৮৬ ব্যাচ বন্ধু সংগঠনের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী ও চল্লিশ বছর পূর্তি জাঁকজমকপূর্ণ, বর্ণাঢ্য ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়েছে। শুক্রবার ৯ জানুয়ারি জেলার কালিয়াকৈর উপজেলার সোহাগ পল্লী রিসোর্টে অনুষ্ঠিত আয়োজনে জেলার বিভিন্ন এলাকার তিন শতাধিক বন্ধুরা অংশগ্রহণ করেন।
গাজীপুর ও এর বাইরের বিভিন্ন জেলা থেকে আসা এসএসসির ১৯৮৬ উত্তীর্ণ বন্ধুরা এতে শতস্ফুর্ত অংশগ্রহণ করেন। সকালে এই আয়োজনের উদ্বোধন করেন গাজীপুর জেলা এসএসসি ১৯৮৬ ব্যাচ বন্ধু সংগঠনের সভাপতি হাবিবুর রহমান। অনুষ্ঠান মালায় ছিলো জম্পেশ আড্ডা ,ফটোসেশন, স্মৃতিচারণ, কবিতা আবৃত্তি ও গান পরিবেশন। সকাল, দুপুর, বিকেল সুস্বাদু খাবার পরিবেশন তো ছিলই। শেষে আকর্ষণীয় লটারি পুরস্কার পর্ব সকলেই উদগ্রীব হয়ে উপভোগ করেন।
অনুষ্ঠানমালা সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে সংগঠনের সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ ও যুগ্ম সম্পাদক মনোয়ার হোসেন আকন্দকে সদস্য সচিব করে কমিটি গঠন করা হয়।
সংগঠনের যুগ্ম সম্পাদক মেজবাহ উদ্দিন সেলিমের উপস্থাপনায় অনুষ্ঠান হয়ে ওঠে প্রাণবন্ত। জেলা সংগঠনের সহ-সভাপতি, কাপাসিয়া বন্ধু -৮৬'র সভাপতি ও কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন তাঁর বক্তব্যে অংশগ্রহণকারী সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং আগামী দিনে যেন আরো বড় পরিসরে নতুন কোনো ঐতিহাসিক স্থানে আয়োজন করা যায়, সে ব্যাপারে সকলের সহযোগীতা কামনা করেন।
গাজীপুর ৮৬ বন্ধুর সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক জাকির হোসেন এতে কোরআন তেলাওয়াত ও অপর বন্ধু বিধান চন্দ্র বর্মন গীতা পাঠ করেন। দিনব্যাপী বর্ণাঢ্য এই আয়োজনে জেলার বাইরে থেকে অংশগ্রহণকারী অতিথি বন্ধুদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যবসায়ী সংগঠনের পরিচালক গাজী কামাল, রংপুরের মাহফুজুর রহমান রুবেল, বিউটি প্রধান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক টাঙ্গাইলের ৮৬ বন্ধু জিএম শফিকুর রহমান, বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক গৌরাঙ্গ রায় প্রমুখ।
বন্ধুর সংগঠনের সভাপতি হাবিবুর রহমান বললেন, প্রতিবছরের মত অনুষ্ঠিত হচ্ছে এই আয়োজন। বন্ধুদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক অটুট থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।